অনলাইন ডেক্স::
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আসামি জুবায়েরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ জানিয়েছে, নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির উদ্দেশ্যেই নারায়ণগঞ্জে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামি জুবায়ের।
বুধবার (২ মার্চ) বিকেলে আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আল জুবায়েরকে একমাত্র আসামি করে বুধবার (২ মার্চ) দুপুরে সদর মডেল থানায় হত্যা মামলা করেন ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা রাম প্রসাদ চক্রবর্তী।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মামলার পর আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট বাসিন্দাদের ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির উদ্দেশ্যেই আসামি জুবায়ের ওই ফ্ল্যাটে প্রবেশ করেছিল। পরে মা ও মেয়েকে হত্যা করে তাদের স্বর্ণালংকার ডাকাতি করে পালানোর সময় পুলিশের কাছে ধরা পড়ে। আসামির ব্যাগ তল্লাশি করেও পাওয়া গেছে বেশকিছু স্বর্ণালংকার।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু জানান, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, পুলিশ সে বিষয়টি তদন্ত করছে। রিমান্ডে এনে এ ব্যাপারে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডাইলপট্টি এলাকায় স্বপন দাসের বাড়ির ছয়তলার ফ্ল্যাটে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয় স্থানীয় ডাল ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার রাম প্রসাদ চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তী ও তাদের সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে। খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটে তল্লাশি করে মা-মেয়ের লাশ উদ্ধারসহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে অভিযুক্ত জুবায়েরকে। তার কাছ থেকে জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা তিনটি ছুরি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার জুবায়ের এই জোড়া খুনের কথা স্বীকার করে।