বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:২৭
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দায়ের কোপে রক্তাক্ত এসআই

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর রায়পুরায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দায়ের কোপের আঘাতে গুরুতর আহত হয়েছে রায়পুরা থানার পুলিশের এক জন কনস্টেবল ও জন এস আই। গতকাল মঙ্গলবার ( ২৬ এপ্রিল) বিকেলে আনুমানিক সারে ৪টায় উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।

আহত পুলিশ সদসের নাম . আরিফ রাব্বানী ও কনস্টেবল আলামিন । আরিফ রাব্বানী রায়পুরা থানায় উপ-পরিদর্শক ( এস আই) হিসেবে কর্মরত। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি রায়পুরার জাহাঙ্গীরনগর এলাকার স্বপন মিয়া ।

জানা গেছে , একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি স্বপন মিয়াকে ধরতে গত কাল বিকেলে রায়পুরা থানার উপ পরিদর্শক আরিফ রাব্বানীর নেতৃত্বে একদল পুলিশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে যায়। সেখানে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে স্বপন তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো দায়ের কোপে উপ-পরিদর্শক মো. আরিফ রাব্বানী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ তুলাতলী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এব্যাপারে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা আছে। আজ বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় পুলিশ সদস্য আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। তিনি রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান , পুলিশ সদস্যের মাথায় কোপ লেগেছে। তার চিকিৎসা চলছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা