মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দায়ের কোপে রক্তাক্ত এসআই

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর রায়পুরায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দায়ের কোপের আঘাতে গুরুতর আহত হয়েছে রায়পুরা থানার পুলিশের এক জন কনস্টেবল ও জন এস আই। গতকাল মঙ্গলবার ( ২৬ এপ্রিল) বিকেলে আনুমানিক সারে ৪টায় উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।

আহত পুলিশ সদসের নাম . আরিফ রাব্বানী ও কনস্টেবল আলামিন । আরিফ রাব্বানী রায়পুরা থানায় উপ-পরিদর্শক ( এস আই) হিসেবে কর্মরত। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি রায়পুরার জাহাঙ্গীরনগর এলাকার স্বপন মিয়া ।

জানা গেছে , একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি স্বপন মিয়াকে ধরতে গত কাল বিকেলে রায়পুরা থানার উপ পরিদর্শক আরিফ রাব্বানীর নেতৃত্বে একদল পুলিশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে যায়। সেখানে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে স্বপন তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো দায়ের কোপে উপ-পরিদর্শক মো. আরিফ রাব্বানী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ তুলাতলী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এব্যাপারে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা আছে। আজ বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় পুলিশ সদস্য আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। তিনি রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান , পুলিশ সদস্যের মাথায় কোপ লেগেছে। তার চিকিৎসা চলছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা