শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

ফাতিমা তাসনিম আমার বোন নয়, গণঅধিকার পরিষদের নেত্রী ; উপদেষ্টা নাহিদ

বিজলী ডেস্ক::

ফাতিমা তাসনিম নামে একজন নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই নারী তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলে অপপ্রচার চালানো হচ্ছে।

তথ্যটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ফাতিমা তাসনিম আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন, তাও আমি জানি না। তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগও নেই। তিনি মূলত গণঅধিকার পরিষদের নেত্রী।

এদিকে, ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও এটি ভুয়া খবর বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে উঠে এসেছে, বিডিপ্যানারোমা নামে একটি ভুঁইফোড় সাইটে বর্তমানে মাত্র চারটি নিউজ রয়েছে। এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। তাকে উপদেষ্টা নাহিদের বোন বলে দাবি করা হলেও আসলে তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

ফাতিমা কানাডার বাংলাদেশ মিশনে চাকরিও পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কোনো বিজ্ঞপ্তিও দেয়নি। ফাতিমা রিউমার স্ক্যানারকে বলেছেন, এটি পুরোটাই ভুয়া খবর। এর সঙ্গে বাস্তবের কোনো সত্যতা নেই। তাছাড়া আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করিনি। সব কিছুই মিথ্যা।

খবরটি প্রকাশ করা বিডিপ্যানারোমা ওয়েবসাইটটি সম্পর্কে রিউমার স্ক্যানার বলেছে, এ সাইটের বর্তমান যে সংস্করণ, সেটির ডোমেইন ২০২৩ সালের আগস্টে রেজিস্ট্রেশন করা হয়। গত ১২ জুলাই সর্বশেষ আপডেট হওয়া ডোমেইনটির মেয়াদ ২০২৫ সালের আগস্ট পর্যন্ত রয়েছে। তবে সাইটটির অস্তিত্ব পাওয়া যায় ২০১৫ সাল থেকে৷ সেসময় থেকেই নিয়মিত এ সাইটে মনগড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। সেগুলো পরে আবার সরিয়েও নেওয়া হয়। একই নামে একটি ফেসবুক পেজও খোলা হয়।

পেজটি বর্তমানে বাংলাদেশ থেকে দুইজন এবং যুক্তরাজ্য থেকে দুই জন পরিচালনা করছেন। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে হাতেগোনা কয়েকটি পোস্ট দিলেও দুদিন আগে থেকে নতুন করে সক্রিয় হয়েছে পেজটি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা