নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। সে দায়িত্বের অংশ হিসেবে সুখী সর্মৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার মহান প্রত্যয়কে সামনে রেখে অনবদ্য ভূমিকা পালন করেছে পুলিশ। প্রতিটা মুহুর্তে পুলিশ মানুষের পাশে থেকে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। জনমুখী পুলিশ হিসেবে কাজ করছে। জনমুখী হওয়ার জন্য পুলিশ আন্দোলন করছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কাউনিয়া থানায় অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন