অনলাইন ডেস্ক::
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকা গ্রহণকারীর সংখ্যা আরও কমেছে। বুধবার (৩১ মার্চ) সারা দেশে ৫০ হাজার ৭৫২ জন টিকা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (৩০ মার্চ) শবে বরাতের সরকারি ছুটির কারণে টিকাদান কার্যক্র বন্ধ ছিল।
এর আগে গত ২৯ মার্চ টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন। ২৮ মার্চ নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ মার্চ ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দিন বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।
আজ টিকা নেওয়া ৫০ হাজার ৭৫২ জনের মধ্যে পুরুষ ২৯ হাজার ১৫৭ জন, আর নারী ২১ হাজার ৫৯৫ জন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৯ হাজার ২৯৮ জন এবং নারী ২০ লাখ ৩১ হাজার ১৩৩ জন।
এখন পর্যন্ত তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩৩ জনের।
অধিদফতর সূত্র জানা যায়, টিকা গ্রহণকারী মোট ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৬১ হাজার ৫৫৭ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৬০ হাজার ৭৮৪ জন, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৮১ হাজার ১০৪ জন, রাজশাহী বিভাগের ছয় লাখ ১১ হাজার ৯২১ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ৪৭ হাজার ৮৪৮ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৯৪ হাজার ২০ জন, বরিশাল বিভাগের দুই রাখ ৩৫ হাজার ৫১৮ জন, আর সিলেট বিভাগের আছেন দুই লাখ ৭৭ হাজার ৬৭৯ জন।
বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৮ লাখ দুই হাজার ৪৪২ জন।