বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

করোনা সংকট: ‘৫০ হাসপাতাল খুঁজে মিলল আইসিইউ বেড

অনলাইন ডেস্ক::

ঢাকার বাসিন্দা ইব্রাহীম মজিদ। তিন দিন আগে তার মায়ের জন্য একটি আইসিইউ বেড জোগাড় করতে যোগাযোগ করেছেন অন্তত সরকারি বেসরকারি ৫০টি হাসপাতালে। পরিবার ও বন্ধু-বান্ধবের সহযোগিতায় প্রায় সাত ঘণ্টার চেষ্টায় একটি বেসরকারি হাসপাতালে তার মায়ের জন্য আইসিইউ বেড পেয়েছেন ইব্রাহীম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে তার এ অভিজ্ঞতা তুলে ধরেছে বিবিসি বাংলা। ইব্রাহীম মজিদ সেখানে জানান, সাধারণ মানুষের জন্য এ এক বিরাট সংকট।

আইসিইউ বেড খোঁজার বর্ণনা দিয়ে তিনি জানান, তার মা ভর্তি ছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অক্সিজেন লেভেল অনেক কমে যাওয়ায় প্রয়োজন হয় আইসিইউয়ের। যখন ডাক্তার তাকে জানায় যে, তার মায়ের আইসিইউ প্রয়োজন কিন্তু ওই হাসপাতালের আইসিইউ বেড খালি নেই। তখন সে বিভিন্ন জায়গাল কল দেয়। এমনকি সরাসরি বেশকিছু হাসপাতালে গিয়ে সঙ্গে সঙ্গে জোগাড় করতে পারেননি আইসিইউ বেড।

ওই সময়ের অসহায়ত্ব তুলে ধরে ইব্রাহীম জানান, তখন তার পরিবারের সদস্যরা এবং বন্ধুবান্ধবের মাধ্যমে ফোন করা হয় সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে। টানা সাত ঘণ্টার প্রচেষ্টায় আইসিইউ বেড পান একটি বেসরকারি হাসপাতালে। তারপর সেখানে তার মাকে ভর্তি করান ইব্রাহীম।

তিনি আরও জানান, কোথাও ম্যানেজ হয় না, কোথাও পাওয়া যায় না। কিছু জায়গায় আইসিইউ থাকলেও নেই সেন্ট্রাল অক্সিজেন বা সার্বক্ষণিক পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা। পরে অনেক খোঁজাখুজির পর একটা বেড পেয়ে সেখানে তার মাকে ভর্তি করান। পরে বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন অন্তত ৫০টি হাসপাতালে যোগাযোগ করা হয়েছিল বলেও জানান ইব্রাহীম মজিদ।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ এপ্রিলের বুলেটিনের তথ্যে বলা হয়েছে, সারাদেশে সর্বমোট ৮২৫টি আইসিইউ সজ্জার মধ্যে ৬৫২টিতে রোগী ভর্তি আছে এবং ১৭৩টি আইসিইউ বেড খালি রয়েছে।

বাংলাদেশে এখন ২০ শতাংশের ওপরে সংক্রমণ হার। প্রতিদিন শনাক্ত হচ্ছে ৫ হাজারেরও বেশি রোগী। এসব রোগীদের অনেকের জন্য প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন কিন্তু তা পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সেবিকা রুমানা খাতুন গণমাধ্যমকে জানান, ৩০টা বেড আছে তিনি যে কেবিনে ডিউটি করছেন। আর সব বেডেই নিয়মিত রোগী থাকছেন। আর রোগীর সংখ্যা কমছে না। আর বাড়তি রোগী ফলে সেখানকার নার্সদেরও পড়তে হয়েছে চাপের মধ্যে। এমন বাস্তবতায় বেড খালি না থাকায় অনেক নতুন রোগী আসলেও তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এরইমধ্যে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজারেরও বেশি। কেবল এপ্রিলের ১৫ দিনে মৃত্যু হয়েছে ১ হাজারেরও বেশি রোগীর।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা