শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত

অনলাইন ডেস্ক::

দুই নারীকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করার অভিযোগে এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে গুলি করে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) ওহাইয়ো রাজ্যের কলোম্বাসে এমন ঘটনা ঘটেছে। পুলিশ কর্মকর্তাদের বডি ক্যামেরার ফুটেজের বরাতে বিবিসি ও সিএনএন এ খবর দিয়েছে।

নিহত কিশোরীর নাম মাখিয়া ব্রিয়ান্ট। এ ঘটনায় তদন্ত চলছে। স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

তবে গুলি করা পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তাকে বৈতনিক প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

বডিক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি বাড়ির বাইরে কয়েক ব্যক্তির মধ্যে কথার কাটাকাটি চলছে। তখন তাদের মধ্যে একজন ছুরি হাতে অন্যদের দিকে তেড়ে আসছেন।

এক পুলিশ কর্মকর্তা ড্রাইভওয়েতে ভিড়ের কাছে যান এবং সবাইকে শুয়ে পড়তে চিৎকার করে বেশ কয়েকটি গুলি করেন। এতে ওই কিশোরী মারাত্মকভাবে আহত হন।

কর্মকর্তারা বলেন, একটি মেয়ের জীবন বাঁচাতে পুলিশ গুলি করেছে। যদিও ব্রিয়ান্টের ফুফু পরিচয় দেওয়া এক নারী বলেন, আক্রান্ত হওয়ার পর তার ভাতিজি কেবল নিজেকে রক্ষার চেষ্টা করছিলেন।

নিহত কিশোরী ‘ফস্টার হোমে’ থাকতো এবং সেখানেই কারও সঙ্গে তার ঝগড়া বেধেছিল।

কলম্বাসের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান বলেছেন, স্বচ্ছতার স্বার্থেই তারা ক্রুদ্ধ কিশোরীর দুই নারীকে ছুরিকাঘাত করার চেষ্টার ভিডিওটি ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করেছেন।

মঙ্গলবার রাতে এ ঘটনার প্রতিবাদে শহরটির বিভিন্ন সড়কে বিক্ষোভ হয়েছে। টেলিভিশনে বিক্ষোভের শান্তিপূর্ণ চিত্র দেখা গেছে, বিক্ষোভকারীরা বারবার নিহত কিশোরীর নাম ধরে স্লোগান দিচ্ছিলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা