বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৮
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

বিমানবন্দরে চিকিৎসকের ব্যাগ থেকে গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক::

শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ইউএস বাংলার যশোরগামী ফ্লাইটে এক চিকিৎসকের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি জব্দ করেছে ‘এভিয়েশন সিকিউরিটি ফোর্স’ (এভসেক)-এর সদস্যরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরের এন্টি হাইজ্যাক পয়েন্টে নিরাপত্তা তল্লাশিতে স্ক্রিনিংয়ের সময় এগুলো ধরা পড়ে।

এদিন সকালে ফ্লাইটে উঠার আগে সবর্শেষ চেকিং- এন্টি হাইজ্যাক পয়েন্টে স্ক্রিনিংয়ে ডা. মাহিনুর তাজনীনের হ্যান্ড ব্যাগে ৫ রাউন্ড গুলির অস্তিত্ব শনাক্ত হয়। ডা. তাজনীন রাজধানীর শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক।

এভসেক পরিচালক মো. আলী আজম সময় নিউজকে বলেন, নিয়ম অনুযায়ী কারো কাছে বৈধ কোনো অস্ত্র বা গুলি থাকলে প্রবেশের সময় হেভি লাগেজ পয়েন্টে নিরাপত্তা কর্মীদের অবিহত করতে হয়। পরে কতৃর্পক্ষ বিশেষ বক্সে পিস্তল বা গুলি ভরে পাইলটের কাছে জমা দেয়। বিমানটি গন্তব্যস্থলে পৌঁছানোর পরে পাইলট ওই অস্ত্র বা গুলি যাত্রীকে বুঝিয়ে দেন।

তিনি বলেন, হয়তো বিষয়টি এই দম্পতি জানতেন না। যে কারণেই অজ্ঞাতসারেই তারা প্রাথমিক চেকিং পার হয়ে যান।

এভসেক পরিচালক জানান, অস্ত্রের লাইসেন্স আছে কিনা ও কোনো অসৎ উদ্দেশ্যে গুলি বহন করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, বিমানবন্দরের প্রবেশপথে প্রাথমিক চেকিংয়ে হেভি লাগেজ পয়েন্টে গুলির অস্তিত্ব ধরা না পড়ার কারণ তদন্ত করা হবে। এ ঘটনায় সংশ্লিস্ট স্ক্যানারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা