শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৭
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

লকডাউনে খোলা থাকবে কুয়ালালামপুরের ঈদবাজার

অনলাইন ডেস্ক::

করোনা মোকাবিলায় কুয়ালালামপুরসহ বেশ কয়েকটি রাজ্যে চলছে লকডাউন, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। তার মধ্যেই শর্তসাপেক্ষে রমজানের বাজার খোলার অনুমতি দিয়েছে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরিজ মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসা। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মে) কুয়ালালামপুরের সিটি হলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

আনুয়ার মুসা জানান, কুয়ালালামপুরের ইফতার বাজারগুলি বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ঈদের বাজারগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। সেক্ষেত্রে মানতে হবে সুরক্ষা বিধি, ব্যবহার করতে হবে মাস্ক। বেচা-কেনায় সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, জালান তুয়াঙ্কু আব্দুর রহমান সুবিধাসহ পাসার মালামকে কাজ করার অনুমতি দেওয়া হবে, তবে শহরে পরিচালিত রাতের বাজারের জন্য এসওপি পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রকম বৃদ্ধি পাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, দেশটির সেলাঙ্গর রাজ্যের ৬টি জেলাকে ১২ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে যা ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ৭ মে থেকে ২০ মে পর্যন্ত রাজধানী কুয়ালালামপুর, তেরেংগানু রাজ্যের ১৪টি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৯২৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৬১০ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ লাখ ৯২ হাজার ৫৫৫ জন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা