বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৫
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বঙ্গবন্ধুর হাত ধরেই তথ্যপ্রযুক্তির পথে বাংলাদেশের অভিযাত্রা

অনলাইন ডেক্স::

ডিজিটাল বাংলাদেশ স্লোগান চমকে দিয়েছে পুরো বিশ্বকে। আজকের বাংলাদেশ অনেকের কাছেই একটি অচেনা ও বিস্ময়কর রাষ্ট্র হিসেবে অভিহিত হচ্ছে। কারণ, পঞ্চাশ বছর আগেও যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করতো আন্তর্জাতিক সম্প্রদায়, স্বাধীনতার পর কয়েক দশক ধরে সেই পরিচয় বহন করেই চলছিল বাংলাদেশ।

কিন্তু বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে গত এক দশকে আমূল বদলে গেছে দৃশ্যপট। অশুভ ছায়া ও অন্ধকার দূর করে এখন আলোর বন্যায় ভাসছে দেশ। বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে আমূল বদলে যাওয়া এই নতুন বাংলাদেশের দিকে।
ডিজিটাল বাংলাদেশের এই পথচলা কিন্তু নতুন নয়। স্বাধীনতার পর সাড়ে তিন বছরের শাসনামলেই এর ভিত্তি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এগিয়ে নিতে শুরু করেছিলেন দেশকে। কিন্তু ঘাতকদের ষড়যন্ত্রে সেই পথ থেকে ক্রমেই হারিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তার কন্যার হাত ধরে প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের সামিল হয় বাঙালি জাতি। ফলে বাস্তবায়িত হতে থাকে বহুল প্রতীক্ষিত স্বপ্নের সোনার বাংলা।
বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ হিসেবে নিজেকে একুশ শতক অবধি টেনে এনেছে। খুব সাম্প্রতিককালে কিছু মৌলিক শিল্পায়ন ছাড়া দেশটি কৃষি নির্ভরই ছিল। তবে জিডিপির চিত্রটা এরই মাঝে দারুণভাবে বদলে গেছে। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান এখন গড়ে মাত্র ২০ ভাগ বা তার কম। সেবা খাত কৃষি ও শিল্পকে অতিক্রম করে জিডিপিতে শতকরা ৫০ ভাগের বেশি অবদান রাখতে শুরু করেছে। এই পরিবর্তনের প্রধান কারণ দেশটির সামগ্রিক রূপান্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব এই অসম্ভবকে সম্ভব করেছে। বিশেষ করে তার নেতৃত্বে ঘটা আমাদের ডিজিটাল রূপান্তর এমন এক সুযোগ তৈরি করেছে, যা এর আগে আমরা কখনও ভাবতেও পারিনি।
এই দেশে কম্পিউটার আসে ১৯৬৪ সালে। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব টেলিযোগাযোগ সংস্থার সদস্যপদ গ্রহণ করে দেশের সঙ্গে বিশ্ব সংযুক্তির সূচনা করেন। এরপর ১৯৭৫ সালের ১৪ জুন তিনি বেতবুনিয়া ভূ-উপগ্রহ স্থাপন করে আমাদের সংযুক্তির পথটাকে আরও অনেক দূর সামনে নিয়ে যান।

এরপর সরকারিভাবে তথ্যপ্রযুক্তির বিষয়ে সরকারের কোনো ভূমিকাই ছিল না। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রথমবারের মতো সরকার গঠন করার পর আমরা ডিজিটাল যুগে যাত্রা শুরু করি। সেই সময়ে ১৯৯৮-১৯৯৯ সালের বাজেটে, শেখ হাসিনা কম্পিউটারের ওপর থেকে শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করেন, মোবাইলের মনোপলি ভাঙেন, অনলাইন ইন্টারনেটকে সচল করেন ও দেশে দশ হাজার প্রোগ্রামার তৈরির নির্দেশনা প্রদান করেন। কেমন করে বাংলাদেশ থেকে সফটওয়্যার রফতানি করা যায়, তার সুপারিশের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয় সেসময়। সেই টাস্কফোর্স ৪৫টি সুপারিশ পেশ করে, যা সরকার গ্রহণ করে ও বেশির ভাগ সুপারিশ বাস্তবায়ন করে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনার ডিজিটাল রূপান্তরের স্বপ্ন থেমে যায় ২০০১ সালে সরকার বদলে যাবার ফলে। এরপর আবার বাংলাদেশের ডিজিটাল নেতৃত্ব প্রতিষ্ঠা হয় ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর। সেই নির্বাচনের আগে ২০০৮ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার সময় রূপকল্প-২০২১ এর অংশ হিসেবে ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম যেমন করে চতুর্থ শিল্প বিপ্লবকে গুরুত্ব দিচ্ছে, তেমনি বিশ্ব তথ্যসংঘ সমাজ জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও ২০৪১ সালে বাংলাদেশকে কেবল একটি উন্নত ও সমৃদ্ধ দেশেই পরিণত করতে চাননি, তিনি একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথাও ঘোষণা করেছেন। ২০১৪ সালে ঘোষিত তার দলের নির্বাচনী ইশতেহারে তিনি এই ঘোষণা প্রদান করেন। ফলে দেশকে ডিজিটাল অর্থনীতি, সৃজনশীল অর্থনীতি, মেধাভিত্তিক শিল্পযুগ বা সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য অন্তত চারটি সময়কালের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি আমরা।
একটি কথা খুব স্পষ্ট করে বলা দরকার যে, ২০০৯ সালে বাংলাদেশের জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালা অনুমোদনের পর দেশের সকল স্তরে ডিজিটাল বিপ্লব ঘটে। তৃণমূলের সাধারণ মানুষ থেকে রাষ্ট্রীয় জীবনের সর্বোচ্চ স্তর অবধি এই বিপ্লব এখন বহমান। সমগ্র দেশে ডিজিটাল সংযোগ স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ, ৪-জির প্রবর্তন, জনগণের হাতে সরকারি সেবা পৌঁছানো তথা সরকারের ডিজিটাল রূপান্তর, শিক্ষার ডিজিটাল রূপান্তর, ডিজিটাল যুগের উপযোগী মানবসম্পদ উন্নয়ন, অভ্যন্তরীণ ও রফতানির ক্ষেত্রে ডিজিটাল শিল্পের বিকাশ ও জনগণের জীবনযাপনের মান উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ এখন বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মূলত, তথ্যপ্রযুক্তি কাতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার ওপরেই আজ দাঁড়িয়ে গেছে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ।
গবেষক
ইয়ামিন রশীদ

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা