সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:২৪
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

বিয়ের আসরেই বরকে কষিয়ে চড় দিলেন কনে!

অনলাইন ডেস্ক::

বিয়ের মন্ত্র পড়তে পড়তেই হঠাৎ পুরোহিতকে কষিয়ে চড় মারলেন কনে। এরপর মেরে বসলেন সদ্য বিয়ে করা বরকেও। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠেছে হাসির রোল। আবার অনেকেই জানতে চাচ্ছেন, কী কারণে কনে এমন কাজ করে বসলেন?

বিয়ে বাড়ি মানেই মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। বিয়ে বাড়িতে নানা ধরনের ঘটনা ঘটে। বলা ভালো, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি, গয়নায় সেজে বসে আছেন কনে। পাশেই শেরওয়ানি আর পাগড়িতে বর। আশপাশে বর এবং কনের বাড়ির অনেক আত্মীয় মজে আছেন হাসি ঠাট্টায়। এমন সময়ই ঘটে বসে আজব ঘটনা। বাড়ি ভর্তি আত্মীয়ের সামনে পুরোহিত এবং বরকে পর পর চড় কষিয়ে দিলেন কনে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নীলাঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি। তারপরেই সেটি ঝরের গতিতে ভাইরাল হয়ে যায়।

কী এমন ঘটেছিল যার জন্য বিয়ের মণ্ডপে কনেকে থাপ্পড় মারতে হলো? ভিডিওতে আরও দেখা যায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন তামাকজাতীয় কিছু নেশার দ্রব্য মুখে চিবোচ্ছেন বর। প্রথম থেকেই তা পছন্দ হয়নি কনের।

বিয়ের আসরে চুপ ছিলেন। কিন্তু বিয়ের সময়েও বর তামাক খাওয়ায় ক্ষেপে ওঠেন। পুরোহিতকে থামতে বলে প্রথমে তাকে এবং পরে বরকেই থাপ্পড় মেরে দেন। এরপরেই অবশ্য বর মুখ থেকে ফেলে দেন সেই তামাক। তারপরে আদৌ বিয়ে হয়েছে কিনা, তা আর জানা যায়নি, তবে এ গোটা ঘটনা ঘটেছে তামার চিবনোর জন্য তা ছবি এবং তদের কথোপকথনেই স্পষ্ট।

সূত্র: নিউজ ১৮

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা