বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রায়পুরায় মাদক সেবন ও রাখার দায়ে ৫ জনের কারাদণ্ড

রায়পুরা প্রতিনিধি ::
নরসিংদীর রায়পুরায় মাদক (গাঁজা) সেবন ও রাখার দায়ে পাঁচজনকে ১৫দিন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো আজগর হোসেন।
উপজেলার রাধানগর ইউনিয়নের পিরপুর মাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষেণের অভিযোগে পাঁচজনকে আটক করে। এ সময় তাদের গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের তল্লাশি করে কয়েকটি গাঁজার পুরিয়া পায়। পরে আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ১৫ দিন মেয়াদে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১)ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বেলাব উপজেলার সররাবাদ এলাকার মো হোসেন মিয়ার ছেলে মো রহমত আলী (৩৫),একই এলাকার মৃত নূরু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৮), কাঙালিয়া এলাকার মৃত মো হানিফ মিয়ার ছেলে পলাশ, রায়পুরার কলাবাড়িয়া হাসেমপুর এলাকার মো ইদ্রিস আলীর ছেলে মো শরিফুল সফিক (৫০), মির্জাপুর এলাকার মৃত মাওলানা হুসাইন আহাম্মেদের ছেলে মো আকরামুল মস্তুফা (২৮)।
নির্বাহী হাকিম মো আজগর হোসেন বলেন, ৫ মাদক ১৫ দিন মেয়াদে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আগামিতেও এ অভিযান অব্যাহত থাকবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা