অনলাইন ডেস্ক::
সিরি আ’য় স্যাটারডে নাইটের বিগ ম্যাচে রোমার মুখোমুখি হবে রোনালদোর য়্যুভেন্তাস। রোমাকে টপকে পয়েন্ট টেবিলে তিনে ওঠার লক্ষ্যে রাত ১১টায় মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
টানা দশম লিগ টাইটেলের রেকর্ড নিয়ে একটু দুশ্চিন্তায়ই আছে য়্যুভেন্তাস। মিলানের দুই ক্লাবের পুনর্জাগরণের মৌসুমে শিরোপা রেসে খানিকটা পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে রোমাও। তবে রোমাকে হারিয়েই তিন নম্বর পজিশনটা দখলে নেওয়ার সুযোগ থাকছে স্যাটারডে নাইটে। লা লুপাদের চেয়ে এক ম্যাচ কম খেলা য়্যুভেন্তাসের পয়েন্ট ৩৯।
জানুয়ারিতে ইন্টার মিলানের কাছে হারের পর টানা ৫ ম্যাচে জয় আছে পিরলোর দলের। কোপা ইতালিয়ায় সর্বশেষ ম্যাচে জোড়া গোল পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন খোশ মেজাজে। আরেক তারকা পাওলো দিবালার ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা।
মুখোমুখি সর্বশেষ ১০ দেখায় আধিপত্য য়্যুভেন্তাসেরই। বিয়াঙ্কোনেরির জয় ৫ বার। আর রোমার জয় ৩টিতে। ব্যবধানটা একটু কমিয়ে নিতে চাইবে তারা। অ্যালিয়েঞ্জ অ্যারেনার ম্যাচটার গুরুত্ব জানা আছে ইয়েলো রেডদের। তাই মাঠ ও মাঠের বাইরের ঝামেলাগুলো সরিয়েই রাখতে চাইবে তারা।