সোমবার, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:১২
শিরোনাম :
ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পাকিস্তানের

অনলাইন ডেস্ক::

দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পেসারদের দাপটে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের তারা হারাল ৯৫ রানে। শেষ দিনে ৩৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৭৪ রানে। ম্যাচে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক ম্যাচ সেরা হাসান আলী।

১ উইকেটে ১২৭ রান নিয়ে শেষ দিন শুরু করে প্রোটিয়ারা। কিন্তু তাদের রান চেজ ধাক্কা খায় দিনের প্রথম ওভারেই। ভ্যান ডার ডুসেনকে ফিরিয়ে দেন হাসান আলী। ফাফ ডু প্লেসিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এই পেসার। এরপর এইডেন মার্করাম ও বাভুমা জুটি লাঞ্চ পর্যন্ত টেনে নেন দলকে। বিরতিতে যাবার আগেই নিজের ৫ম সেঞ্চুরি তুলে নেন মার্করাম।

তবে তার প্রতিরোধ ভাঙে দ্বিতীয় সেশনের শুরুতে। আবারো আঘাত হাসান আলীর। দলীয় ২৪১ রানে মার্করাম ফিরে যান, ব্যক্তিগত ১০৮ রানে। পরের বলেই অধিনায়ক ডি কককে হাসান আলী আউট করলে, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। ৩৩ শেষ ৫ উইকেট হারালে নিশ্চিত হয় প্রোটিয়াদের হোয়াইটওয়াশ।

পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখেও এক সময় মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে সফরকারীরা। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। মাত্র ৩৩ রানে প্রোটিয়াদের শেষ ৭ উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

পাকিস্তানকে স্মরণীয় জয় এনে দেয়ার নায়ক দুই পেসার শাহিন আফ্রিদি ৪ ও হাসান আলী নেন ৫ উইকেট। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা