অনলাইন ডেস্ক::
২৩ জুলাই থেকে আবারও শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত শিল্প, কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতরণ এবং করোনাভাইরাস সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পকে বিধিনিষেধের আওতামুক্ত ঘোষণা করেছে সরকার।
সোমবার (১৯ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে তিন ধরনের শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
১। খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা।
২। কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা।
৩। ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।
উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সচিব ও বিভাগীয় কমিশনারদের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।