শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
শিরোনাম :

মুলাদী সদর ইউনিয়নে ৩৩৮ জনের মাঝে ভিজিডি পুষ্টির ৩০ কেজি করে চাল বিতরন করেন চেয়ারম্যান কামরুল আহসান

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী সদর ইউনিয়নে ৩৩৮ জনের মাঝে ভিজিডি পুষ্টির ৩০ কেজি করে চাল বিতরন করেন চেয়ারম্যান কামরুল আহসান। ২০ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে, শত ভাগ মাস্ক পরিধানের মাধ্যমে মার্চ/২০২১ মাসের ভিজিডি (পুষ্ঠির) চাল বিতরন করেন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলাা সমাসসেবা কর্মকর্তা ও টেগ অফিসার উত্তম কুমার, ইউনিয়ন পরিষদ সচিব জাকির, ইউপি সদস্য জাকির হোসেন ফরাজী, সাকায়েত মল্লিক, রিয়াজ হাওলাদার, ইরান সরদার, জাকির খান সহ সকল ইউপি সদস্য গন, ইউডিসি জান্নাতুল ফেরদৌসি। ভিজিডি’র পুষ্টির চাল বিতরেন সময় চেয়ারম্যান মোঃ কামরুল আহসান বলেন বলেন সরকারের ঘোষিত নিশেধাজ্ঞা মেনে ঈদ উল আযহা পালন করবেন। কোরবানী শেষে গরুর বর্জ্র যেখানে সেখানে না ফেলে নিদিষ্ট স্থানে মাঠি চাপা দিয়ে রাখবেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা