মুলাদী প্রতিনিধি::
বৃষ্টি উপেক্ষা করে জনগণের মধ্যে করোনা টিকার গ্রহণের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। শনিবার 7 আগষ্ট সকাল 10 কাজিরচর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান । এসময় উপস্থিত ছিলেন মুলাদী স্বাস্থ্য কমপেক্স এর ডাক্তার আল মাছুম বিল্লাল, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, কাজিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সিটিকাদান কেন্দ্রে সার্বিক সহায়তায় ছিলেন মেডিকেল অফিসার, টিকাদান কেন্দ্রে পুলিশ সদস্য, আনসার বাহিনী এবং গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন।