মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

এ দুদিনে ২০ লাখ মানুষ রাজধানীতে ফিরেছেন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী নগরবাসী। রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত দুদিনে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার এ ভিড় বেশি বেড়েছে। আর এ দুদিনে ২০ লাখ মানুষ রাজধানীতে এসেছে।

শনিবার (৭ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদের ছু‌টি শে‌ষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৬ মে) এসে‌ছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লি‌য়ে গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, এ হিসাব সিম ব্যবহারকারীদের। তাদের অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই। ঈদে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক ঢাকার বাইরে গেছেন। আর ঢাকা ছাড়া মানুষের মধ্যে সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

এর আগে এবারের ঈদে প্রায় ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে। যার মধ্যে ঈদের আগের রোববার (১ মে) সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছা‌ড়েন।

তার আগে ৩০ এপ্রিল গ্রামীণফোনের হিসাবে দেখা যায়, ওইদিন ঢাকা ছেড়েছে ১০ লাখ ২৮ হাজার ৯১৩ জন গ্রাহক। রবির হিসাবে তাদের ৬ লাখ ৮০ হাজার ৬৯৫ জন গ্রাহক, বাংলালিংকের হিসাবে ৬ লাখ ১ হাজার ৪৫০ জন গ্রাহক এবং টেলিটকের ৬৫ হাজার ১৬৮ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।

একইভাবে ২৯ এপ্রিল গ্রামীণফোনের হিসাবে দেখা যায়, ওইদিন ঢাকা ছেড়েছে ৮ লাখ ৩৩ হাজার ২২৩ জন গ্রাহক। রবির হিসাবে তাদের ৪ লাখ ৯৫ হাজার ৬৪৫ জন গ্রাহক, বাংলালিংকের হিসাবে ৫ লাখ ২৩ হাজার ২৮২ জন গ্রাহক এবং টেলিটকের ৮০ হাজার ৮৪০ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।

মহামারি করোনাভাইরাসের বিধিনিষেধের দুই বছর পর ফের চির চেনা রূপে গত মঙ্গলবার (৩ মে) দেশবাসী ঈদুল ফিতর উদযাপন করেছেন। ঈদের ছু‌টি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলেছে ব্যাংক-বিমা, অফিস-আদালত।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা