বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৭
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাজিদ হাসান (মেহেরপুর) ::

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেস করা হয়েছে। ৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্দোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর শিবিরের সভাপতি আবু রায়হান, মুজিবনগর উপজেলা শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ।

এদিকে এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের কোর্ট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, সদর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তুহিন রানা, গাংনী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শিহাব আলী, সাধারণ সম্পাদক আল জাবির, মুজিবনগর সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক অনিক হোসেন, মেহেরপুর পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ জেলা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মেহেরপুর থেকে সাজিদ হাসান।

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা