শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৫১
শিরোনাম :
ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত!

নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা

মোঃ রাতুল গাজী (ঝালকাঠী)::

আজকের দিনটা আমাদের জন্য এক হৃদয়বিদারক দিন। জুলফিকার আলি ভূট্টো ডিগ্রি কলেজ পরিবার সম্মানিত ৪ বার শেষ্ঠ অধ্যক্ষ মোঃ আইয়ূব আলি তালুকদার স্যারের শেষ কর্মদিবসে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালাম।

স্যার, আপনি শুধু একজন প্রশাসক নন, ছিলেন এক অনুপ্রেরণার বাতিঘর। আপনার নেতৃত্বে এই কলেজ পেয়েছে নতুন দিগন্তের সন্ধান। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের মেলবন্ধনে আপনি আমাদের পথপ্রদর্শক ছিলেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে আপনার যে আন্তরিক প্রচেষ্টা, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপনার পেশাগত জীবনে নিষ্ঠা, সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী সবাই আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে। আপনার দূরদর্শী দিকনির্দেশনা ও মমত্ববোধে গড়ে উঠেছে একটি সুদৃঢ় শিক্ষাপরিবেশ, যা দীর্ঘদিন ধরে এ কলেজের জন্য সম্পদ হয়ে থাকবে।

আজ হয়তো আনুষ্ঠানিকভাবে আপনি বিদায় নিচ্ছেন, কিন্তু আপনার অবদান এই প্রতিষ্ঠানে চিরকাল অম্লান থাকবে। আমাদের হৃদয়ে আপনি থাকবেন একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক এবং একজন সত্যিকারের মানুষ হিসেবে।

আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর দিনগুলোর জন্য নিরন্তর সাফল্য ও শান্তি কামনা করি।

“বিদায় নয়, আবার দেখা হবে শ্রদ্ধেয় স্যার।”

উল্লেখ্য আজ ২ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি স্কুল কলেজ সরকারি ছুটিতে যাচ্ছে। অধ্যক্ষ জনাব মোঃ আইয়ূব আলি তালুকদার স্যার অবসর জনিত কারণে আগামীকাল মঙ্গলবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করবেন। তাই তাঁর নির্ধারিত কর্মদিবসের একদিন পূর্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা