মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি:

কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৯ জুন, সোমবার, বিকেল ৩ ঘটিকায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে কাঠালিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভানেত্রী জীবা আমিনা আল গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি-র সভাপতি সেলিম রেজা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রফিক হাওলাদার, বিএনপি নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, তরুণ দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. জাকারিয়া লিংকন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া জুয়েল এবং রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন।

এসময় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম খোকন, সাবেক সহ-সভাপতি মজিবুল হক পান্না গোলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফুল মিয়া, কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির মতিউর রহমান টুকু মৃধা, কাঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. বাদল হাওলাদার এবং শ্রমিক দল নেতা মো. পান্না মুন্সী।

এছাড়াও বক্তব্য দেন মহিলা দল নেত্রী লীনা পারভীন, ১ নং চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি নেতা আ. মান্নান মেম্বার, ২ নং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন কামাল মাস্টার, ৩ নং আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফজলে খোদা সুমন খলিফা, ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপি নেতা হালিম সিকদার, ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক মোল্লা এবং ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান ইলিয়াস কাজী প্রমুখ।

বক্তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।”

ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো লোক যাতে দলে ঢুকতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। যাচাই-বাছাই করে নতুন সদস্য গ্রহণ এবং সদস্যপদ নবায়ন করার জন্য সকল ইউনিটকে পরামর্শ প্রদান করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা