মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সঠিকভাবে না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ, দালালচক্রের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম চলে আসছে। এসব কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি গোপনে কিছু টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যেটি নিয়োগবিধি লঙ্ঘন করে করা হয়েছে। এছাড়া বহু বছর ধরে একই স্টেশনে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীন দায়িত্বে অবহেলা করছেন এবং নানা অনিয়মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন।

সমাজকর্মী ও ভুক্তভোগী বালী তাইফুর রহমান তূর্য বলেন, এই হাসপাতাল এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত অফিসে না এসে কর্তব্যে গাফিলতি করছেন এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন। তিনি দাবি করেন, অনিয়মের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( টিএচও) ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা