স্টাফ রিপোর্টার:
এক শুভেচ্ছা বার্তায় বরিশাল বিভাগসহ সকল ধর্মপ্রান মুসলমান ভাই-বোনদের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিজলী এন্টারপ্রাইজ ও গ্রাফিক্স সেন্টারের সত্বাধিকারী সৈয়দ জানে আলম লিখন। দেশের এই মহামারি করোনা ভাইরাজ ও ঘূর্ণিঝর আম্পান এর সময় মুসলমান ভাইবোনদের জন্য দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে আসছে খুসির ঈদুল ফিতর। খুসির সময় হলেও সকল সচেতন মহলের মধ্যে করোনা ভাইরাসের ভীতির কাজ করছে।
তাই করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে শারীরীক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যে দিয়েই শান্তিপূর্ণূভাবে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। অযথা বাহিরে ঘুরা ফেরা ও জনসমাগমের মধ্যে আড্ডা/মিটিং করে নিজের ও পরীবারের ক্ষতির কারন যে না হই। তাই ঘরে থাকুন ভালো থাকুন অন্যকে ভালো রাখুন, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। সুস্থ্য ভাবে বেঁচে থাকলে ভবিষ্যতে আরো অনেক ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান হবে, সেই গুলো মিলিমিশে পালন করতে পারবেন ইনশআলাহ। সকলে সকলের জন্য দোয়া করতে হবে, এই রকম ঘর বন্দি ঈদ/ অনুষ্ঠান যেন আর আমাদের জীবনে না আশে এবং আলহ আমাদের হেফাজত করেন- আমিন। সকলকে আবারো পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।