নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক নেতা। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে শ্রমিক নেতা সোহেল খানের নেতৃত্বে অর্ধশত কর্মী ওয়ার্ডের পুলিশ লাইনস্থ জব্বার মিয়ার গলির বাসায় শুভেচ্ছা জানান।
১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌহিদুল ইসলামকে সম্প্রতি ঘোষিত বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ করা হয়েছে।
এই আ’লীগ নেতাকে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, ১০ নম্বর ওয়ার্ড আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম বেপারী, ওয়ার্ড শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলু, ঘাট শ্রমিকলীগ নেতা ইউসুফ আলী খান।