শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৬
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

পটুয়াখালীতে সংখ্যালগুর উপরে হামলা বসত ঘর ভাংচুর আহত ২

পটুয়াখালী সংবাদদাতা::

পটুয়াখালী সংবাদদাতা পটুয়াখালীর ছোটবিঘাই ইউনিয়নে মাটি কাটাকে কেন্দ্র করে সংখ্যা লগুর উপরে সন্ত্রাসী হামলা চালানোর সংবাদ পাওয়া গেছে। হামলায় গুরুত্বর আহত হয়েছেন, কার্তিক চন্দ্র মিস্ত্রি (৬৫) ও সুশিলা রানী, বর্তমানে ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কার্তিক চন্দ্র মিস্ত্রি ও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সুশীলা রানী। মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২রা- ফেব্রুয়ারী-২০২১ ইং ) তারিখ বিকেল আনুমানিক ৩ টার সময় ছোটবিঘাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তার উপর মাটি ভরাটের কাজ শুরু হয়। এসময় কার্তিক চন্দ্র মিস্ত্রি অন্য পাশ দিয়ে দিয়ে মাটি কাটার অনুরোধ করেন। কিন্তুু সে কথা না শুনে কাজ করতে আসা লোকজন উল্টো তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করে দেয়।মামলা সুত্রে আরও জানা যায়, মোঃ আবুল জমাদ্দার (৩০) আঃজব্বার জোমাদ্দার, মোঃ ইদ্রিস জোমাদ্দার, মোঃ হাবিব, আঃ রশিদ জমাদ্দার (৬০) বসত বাড়িতে ঢুকে হামলা চালায় এবং বসত ঘরের ভিতরে ঢুকে সুকেশ গ্লাস ভাঙচুর করে নগদ ৯০ হাজার টাকা ও তিন ভরি সোনা নিয়ে যায়। যার বাজারমূল্য ২ লক্ষ দশ হাজার টাকা। এ ব্যাপারে কার্তিক চন্দ্র মিস্ত্রির পুত্র পরিতোষ মিস্ত্রি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।তিনি জানান, সামান্য কথা কাটাকাটির জেরে আমাদের উপর হামলা চালায়। ঘরবাড়ি মালামাল ভাঙচুর করে আমাদের টাকা-পয়সা স্বর্ণালংকার নিয়ে যায়। আমরা চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। আমরা অসহায় হতদরিদ্র বলে আমাদের সাথে তারা ক্ষমতার জোর দেখিয়েছে।তিনি আরও জানান, আমার বাবাকে হসপিটালে নিতে যাওয়ার সময় বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত করে হুমকি-ধামকি দিয়েছেন। বাবা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার কাকি’কে নির্মমভাবে মেরেছে এবং শ্লীলতাহনি করেছে। আমরা আইনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোরশেদ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মোঃ আবুল জোমাদ্দারকে আটক করে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মূল ঘটনা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা