বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
শিরোনাম :

বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ভিপি খোকনের বিরুদ্ধে গন চাঁদাবাজির অভিযোগ

বরিশাল প্রতিনিধি::

আসন্ন ইউপি নির্বাচানে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের আ’লীগের বহুল বিতর্কীত আশ্রাফুজ্জামান খোকনের বিরুদ্ধে অন্তহীন চাঁদাজির  অভিযোগ পাওয়া গেছে।সূত্র জানায় বহুল বিতর্কীত এই আ’লীগের চেয়ারম্যান প্রার্থী খোকন ২০১৬ সালের ইউপি নির্বাচনে ব্যাপক অনিয়ম,দূর্নীতি, লুটপাট ও স্বজন প্রিতীর জন্য মনোনায়ন বঞ্চিত হয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের বিরুদ্ধে নির্বাচন করেছিল এই বিতর্কিত নেতা।কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে দলের সভানেত্রী  ও মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত অনুযায়ী বলেছিলেন যাহারা ইতিমধ্যে বিগত পৌর ও ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিংবা প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন তাহাদেরকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করতে বারণ করিয়েছিলেন দলের শীর্ষ এই নেতা।কেন্দ্রীয় আওয়ামী লীগ দলের এই সিদ্ধান্তে শক্ত অবস্থানে থাকলেও বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন এর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ব্যাপারে এক অভিন্ন রোগ দেখা যায়।

বিতর্কিত নেতা ভিপি খোকন এক অজ্ঞাত শক্তি দিয়ে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তার নির্বাচনী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে শুরু করে দেয় মেম্বার নিয়োগ বাণিজ্য।আর এই মেম্বার নিয়োগ-বাণিজ্যে যে সকল প্রার্থীগণ তাকে মোট অংক প্রদান করিতে পারিবেন তিনি হবেন আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেম্বার।

এমনকি তিনি ইতিমধ্যে  বিগত ইং ২৮/০৩/২১ তারিখে সন্ধ্যাবেলায়  তার নির্বাচনী এলাকার লক্ষীপাশা নামক বাজারে তার নির্বাচনী প্রধান কার্যালয় বসে উপজেলা ও জেলা শীর্ষ নেতারা তার নির্বাচনী উঠান বৈঠকে আশার নামকরণ করে  তার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগনের নিকট খরচ বাবদ  ১০/১৫ হাজার টাকা  চাঁদা দাবি করেন বলে সূত্র জানায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা জানান সিইসির কথিত মতে আসন্ন ইউপি নির্বাচন যদি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হয় তাহলে এই বিতর্কিত নেতার ভরাডুবি হবে বলে জানান।এমনকি  বিতর্কিত এই নেতার মনোনয়নকে মেনে নিতে পারছেন না বলে জানান।তারা আরও জানান যে, তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান খানের বাড়িতে এবং তার নেতাকর্মীদের উপর হামলা চালায় বিপি খোকনের সর্মথকরা। এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী আশরাফুজ্জামান খোকনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা