সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুলাদীতে চৌকিদারের নেতৃত্বে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

 নিজস্ব প্রতিবেদক::

মুলাদীতে গ্রাম পুলিশের (চৌকিদার) বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মাইটিভির উপজেলার প্রতিনিধি রাকিবুল ইসলাম। তিনি গত সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের চৌকিদার সোহেল হোসেন ওরফে গণি খানের চুরি ও ধর্ষণ মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন। এ ঘটনায় সাংবাদিক রাকিবুল ইসলাম বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন।

রাকিবুল ইসলাম জানান নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের নাসির খানের পুত্র সোহেল ওরফে গণি খানের বিরুদ্ধে মুলাদী থানায় একাধিক ধর্ষণ, চুরি ও ডাকাতির মামলা রয়েছে। গত রোববার  চৌকিদার সোহেল হোসেন ওরফে গণি খান বোয়ালিয়া গ্রামের জনৈক মালেক হাওলাদারের বাড়ি থেকে কিছু টাকা ও মোবাইল ফোন চুরি করে। বিষয়টি নিয়ে মালেক হাওলাদার অভিযোগ করলে মাইটিভির প্রতিনিধি রাকিবুল ইসলাম ক্যামেরা নিয়ে সোহেল চৌকিদারের বাড়িতে যান। এতে চৌকিদার ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে রাকিবুলের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙ্গচুর করে।

এ সময় হামলাকারীরা সাংবাদিকের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে ওই দিনই মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সে বাদী হয়ে চৌকিদার সোহেল খানসহ ৯জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা