নিজস্ব প্রতিবেদক::
বরিশালের মুলাদীতে লকডাউন বাস্তবায়নে আরো কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। মঙ্গলবার বেলা ৩টায় সিনিয়র সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানান। মুলাদী উপজেলায় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় মোটরসাইকেলসহ সকল ধরনের যাত্রীবাহী যানবাহন বন্ধ করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. মতিউর রহমান জানান, হাসপাতাল ওষুধ পরিবহন ও পণ্যবাহী গাড়ী ছাড়া কোনো প্রকার যানবাহন চলতে দেওয়া হবে না। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।