রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নাজিরপুরে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন করলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক::

পিরোজপুরের নাজিরপুরে মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় মাছ ৫ লাখ টাকার মাছ নিধন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে। ভুক্তভোগী খামারি মো. মাসুম মোল্লা ওই গ্রামের বাবুল মোল্লার ছেলে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ওই খামারী নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভুক্তভোগীর দেয়া তথ্য মতে জানা গেছে, স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করার জের ধরে নির্বাচনের পর নৌকার কর্মী স্থানীয় সত্তার কবিরাজের ছেলে হাসমত কবিরাজ ও কার্তিক বেপারীর ছেলে সোনামুদ্দিন কবিরাজ ওই খামারীকে প্রায়ই গালাগালি সহ বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে।

গত বুধবার রাতের কোন একসময় ওই মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের প্রতিটি দেড় থেকে দুই কেজি ওজনের এমন প্রায় সাড়ে ৩ শত কার্প জাতীয় মাছ মরে নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানান স্থানীয় বিভিন্ন এনজিও থেকে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়ে ওই মাছ চাষ করেন। বৃহস্পতিবার সকালে উঠে দেখেন ঘেরের বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে। সেখানে বিষাক্ত ওষুধ ছিটানো দেখতে পাই। এ ব্যাপারে জানতে নাজিরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা