শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশালে শেবাচিমের রোগী ও স্বজনদের মাঝে খাবার বিতরণ করেছে লাভ ফর ফ্রেন্ডস

বরিশাল প্রতিনিধি (পারভেজ)::

বরিশাল নগরীতে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে শেবাচিমের অসহায় রোগীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৮ জুলাই বৃহঃবার দুপুরে শেরে বাংলা মেডিকেল হাসপাতালের অর্থপেডিক এবং সার্জারী ওয়ার্ডে এই খাদ্য বিতরন কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ঘুরে ঘুরে এসব অসহায় মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়।এছাড়া নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজের সামনেও এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, লকডাউনের কারনে এসব রোগী ও স্বজনরা চরম বিপাকে পড়েছে। হোটেল খুললেও খাবারের দাম অত্যাধিক থাকার কারনে অনেকের পক্ষেই কিনে খাওয়া সম্ভব নাহ তাই এসব মানুষরা না খেয়ে দিন কাটান তাই তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।তবে সকলের সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। এ কর্মসূচির ব্যাপারে সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদ করিম বলেন,সকলের প্রচেস্টায় আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সহযোগিতা করতে পেরেছি এসব মানুষের জন্য তবে সমাজের বিত্তবান মানুষেরা যদি এই সংকটময় মুহূর্তে এদের পাশে দাড়াঁন তবে তাদের কষ্ট লাঘব হবে। উক্ত কার্যক্রম পরিচালনার সময় শাহেদ বিল্লাহ,মাহমুদ করিম,আদনান রহমান,হাসিবুল ইসলাম,ফারজানা আক্তার খাদিজা,আব্দুর রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য লাভ ফর ফ্রেন্ডস একটি অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। করোনার শুরু থেকেই অসহায় মানুষের পাশে থাকছে এবং ভবিষ্যতেও থাকবে এটি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা