বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫১
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

নওগাঁয় পাটের দরপতনে চাষিদের মাথায় হাত

অনলাইন ডেস্ক::

তিন দিনের ব্যবধানে নওগাঁর হাটে কমেছে পাটের দাম। বিক্রি হচ্ছে মণপ্রতি ২ হাজার ৮০০ টাকায়। এর পেছনে ব্যাপারীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ পাটচাষিদের। এতে কম দামেই স্থানীয় ব্যবসায়ীদের কাছে পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

ভোর থেকেই নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে পাট নিয়ে সতিহাটে বসেন চাষিরা। এবার পা‌টের সরবরাহ ভালো। পাওয়া যাচ্ছে ভে‌লি তোষা, বঙ্গবীর, চাকাসহ অন্তত ৬ জা‌তের পাট। কিন্তু বেলা গড়ালেও দেখা নেই দূরের ব্যাপারীদের। বাধ্য হয়েই তাই কম দামে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে।

গত তিন দিনে ব্যাপারীদের সিন্ডিকেটে দাম পড়ে যাওয়ার অভিযোগ পাটচাষিদের। বর্তমানে হাটে পাট বিক্রি হচ্ছে মণপ্রতি ২ হাজার ৮শ’ টাকায়। তিন দিনে মণপ্রতি পাটের দাম কমেছে ৩শ’ থেকে ৪শ’ টাকা। পাটের বাজার বাড়েনি এবং মিলার পার্টি পাট কেনেনি বলে অভিযোগ করে চাষিরা।
পাটচাষি মোতালেব মিঞা সময় সংবাদকে বলেন, ‘পাটের দাম খুব খারাপ যাচ্ছে। ভালো পাটেরও দাম পাওয়া যাচ্ছে না। মধ্যম মানের পাট তো বিক্রিই হচ্ছে না।’
আরেকজন পাটচাষির সঙ্গে কথা বলে জানা যায়, পাটের যে বাজার যাচ্ছে তাতে কৃষকদের পোষাবে না। চার মণ পাট বিক্রি হয়েছে ১১ হাজার ৪ শ’ টাকায়। এভাবে যদি দাম পড়ে যায় তো পাটচাষিরা তাদের ব্যবসা পরিবর্তনেরও চিন্তাভাবনা করছে।
এদিকে, পা‌টের নায‌্য দাম নিশ্চিত করতে না পারলে উৎপাদ‌নে প্রভাব পড়‌বে ব‌লে ম‌নে কর‌ছে কৃ‌ষি বিভাগ। নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুল ওয়াদুদ সময় সংবাদকে বলেন, ‘গত বছর কৃষকরা পাট বিক্রি করছে ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকায়। এ বছর এসে দাম অর্ধেকেরও বেশি নেমে গেছে।’
কৃ‌ষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৬ হাজার ৮৫০ হেক্টর জ‌মি‌তে পাটের আবাদ হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫৮ হাজার মেট্রিক টন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা