বিজলী ডেক্স::
গাজীপুর হইতে বাসায় ফেরার পথে মোঃ রিমন বখতিয়ার (২৬) নামে এক যুবক হারিয়ে গেছেন।
গত ১১ মার্চ ২০২২ ইং রোজ শুক্রবার রাত্র আনুমানি ৮.০০টার দিকে, হারিয়ে যাওয়া ব্যক্তি মোবাইল মার্কেটিং অফিসার হিসাবে কর্মরত ছিল । হারিয়ে যাওয়া ব্যক্তির কাছে প্রায় পাঁচ লক্ষ টাকার মোবাইল সামগ্রী ও নগত টাকা ছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। নির উপয় হইয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে যাহার জিডি নং ৫৯০ / ১১/০৩/২০২২ ইং
হারিয়ে যাওয়া ব্যক্তি নাম মোঃ রিমন বখতিয়ার । তার গ্রমের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার পূর্ব দপদপিয়া গ্রামে। তার বাড়ির নাম বখতিয়ার বাড়ি।
তার পরিবার থেকে জানানো হয়েছে, যদি কোন সহৃদয় ব্যক্তি মোঃ রিমন বখতিয়ারকে খুঁজে পান তাহলে যেন ০১৭২৫০২৪৬৯০ মোবাইল নাম্বারে যোগাযোগ করেন।