শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৪
শিরোনাম :
নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত

আফগানিস্তানে সন্ত্রাসী হামলা, নিন্দা জানালো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেক্স::

আফগানিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করে সংস্থাটি। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ। এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডস।

এদিকে এই ধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেন, যেকোন মূল্যে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত৷ এ ক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন নিরাপত্তা পরিষদ সদস্যরা।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ সদস্যরা আরও বলেন, সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড কোনভাবেই সহ্য করা যাবে না৷ সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বতোভাবে যুদ্ধ চালিয়ে যেতে হবে৷

উল্লেখ্য, গত শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়। এতে আহত হয় শিশুসহ অন্তত ৪৩ জন। একই দিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হয় চার জন এবং আহত হয় ১৮ জন। এখন পর্যন্ত এই দুই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানজুড়ে চারটি সিরিজ হামলা হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে আইএস। তবে শুক্রবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। যদিও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, এই হামলার সঙ্গেও একই জঙ্গিগোষ্ঠী জড়িত।

প্রতিবেদনে জানানো হয়েছে- এসব হামলার ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার। শুক্রবারের হামলা ছিল গত বছর আগস্টে তালেবান ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর সবচেয়ে বড় হামলার ঘটনা। এর আগে গত অক্টোবরে একটি শিয়া মসজিদে বোমা হামলায় ৫৫ জন নিহত এবং আহত হন আরও অনেকে। সেই হামলার দায় স্বীকার করে আইএস।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা