শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
শিরোনাম :
দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা

সাভারের আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

বিশেষ প্রতিনিধি, সাভার::

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। এ ঘটনায় কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা জানায়, স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা আজ দুপুর ১২টার দিকে ঈদ বোনাস ও বাড়তি ঈদের ছুটির জন্য উৎপাদন বন্ধ রেখে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা অবরোধ করে রাখে।

এ সময় শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়।

সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়কে চলাচলরত ও কারখানাটির প্রায় ১০টিরও বেশি গাড়ি ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। বর্তমানে কারখানাটির সামনে থমথমে অবস্থা বিরাজ করছে।

আন্দোলনরত শ্রমিকরা চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় আজকের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা