বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৩৪
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

বিশেষ প্রতিনিধি, সাভার::

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। এ ঘটনায় কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা জানায়, স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা আজ দুপুর ১২টার দিকে ঈদ বোনাস ও বাড়তি ঈদের ছুটির জন্য উৎপাদন বন্ধ রেখে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা অবরোধ করে রাখে।

এ সময় শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়।

সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়কে চলাচলরত ও কারখানাটির প্রায় ১০টিরও বেশি গাড়ি ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। বর্তমানে কারখানাটির সামনে থমথমে অবস্থা বিরাজ করছে।

আন্দোলনরত শ্রমিকরা চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় আজকের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা