মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪২
শিরোনাম :

ঈদের পরেই দেশে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

 বিজলী ডেক্স::

সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে একটি অশনি সংকেতও রয়েছে। ঈদের পরেই বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।

মে মাসেই আইলা ও আম্ফানের মতো ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল। এবারও মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ভারতের আবহাওয়াবিদরা।

পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের (৫ মে) পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। পরে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার বড়সড় আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে ওই নিম্নচাপ। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮ – ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর ফলে ক্রমশ শক্তি বাড়াবে নিম্নচাপটি। নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

নতুন এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে উপকূলবর্তী জেলালোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মে মাসে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার অভিজ্ঞতা মোটেও সুখকর না। কারণ ঘূর্ণিঝড় আইলা থেকে আম্ফান আঘাত হেনেছিল এই মে মাসেই।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা