শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

২০ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে সাড়ে ৭ হাজার মোটরসাইকেল পার

বিজলী ডেক্স::

ঈদযাত্রায় বঙ্গবন্ধু বহুমুখী সেতু দিয়ে গত ২০ ঘণ্টায় সাড়ে ৩৬ হাজার যানবাহন পার হয়েছে। এর মধ্যে শুধু মোটরসাইকেল ছিল সাড়ে সাত হাজার।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইলের ভূঁয়াপুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আহসান মাসুদ বাপ্পী সংবাদমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার মধ্য রাত ১২টা থেকে শুক্রবার রাত ৮টা পর্যন্ত সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৫৩৯টি যান পার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ছিল সাত হাজার ৪৯০টি। এখান থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭২ লাখ ৮৫০ টাকা।

ঢাকা থেকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের পথে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিকভাবে চলাচল করছে। মোটরসাইকেলের জন্য গোলচত্বর থেকে আলাদা দুটি লেন দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ সড়কে এবং সেতু পার হয়ে সিরাজগঞ্জের সীমানা পর্যন্ত তেমন কোনো অসহনীয় যানজট দেখা যায়নি।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন ক‌রে‌ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বলেন, ঈদ কে‌ন্দ্রিক শ্রমিক‌দের যা‌তে একসঙ্গে ছু‌টি না দেয় এবং বিভিন্ন দি‌নে ছু‌টি দেওয়া হয় তার জন‌্য সংশ্লিষ্ট গার্মেন্টস কর্তৃপক্ষের স‌ঙ্গে যোগা‌যোগ হ‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, বিগত ঈদগু‌লো থে‌কে এবার ঈদযাত্রায় পু‌লিশ প্রশাসন বি‌ভিন্ন উদ্যোগ নি‌য়ে‌ছে। মহাসড়‌কের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে পু‌লি‌শের নজরদারি ক‌্যাম্প স্থাপন করা হ‌য়েছে। এবার ঈদে মানুষ নি‌র্বিঘ্নে বা‌ড়ি যে‌তে পার‌বে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা