বরিশাল ব্যুরো::
বরিশালের বাকেরগঞ্জে গরু চুরির ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামীকরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের গোলাম সরোয়ার শিকদার এ অভিযোগটি করে।
গোলাম সরোয়ার শিকদার বলেন, গত ১১ জুন রাতে আমার গোয়ালে ০৪টি গরু বেধে রাখি। পরদিন ভোররাতে গোয়াল ঘরে গিয়া ৪টি গরু হইতে ০২টি গরু দেখিনা। গরু ২টির মূল্য প্রায় একলক্ষ দশ হাজার টাকা।
কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, মোঃ শুকুর হাই,মোঃ বেল্লাল খলিফা,মোঃ জামাল শিকদার, ফোরকান শিকদার পাদ্রিশিবপুর এলাকায় নানা অপরাধ করে। চুরির আগে এ কয়জন আমার বাড়ির গোয়াল ঘরের পাশে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করতে দেখাগেছে। তাই আমার ধারনা এরা চুরির সাথে জড়িত। আমি আইনের মাধ্যমে গরু চুরির সুষ্ঠ তদন্ত চাচ্ছি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গরু চুরির বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে চোরদের আইনের আওতায় আনা হবে।