বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১০
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে; পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি

বিজলী ডেস্ক::
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। দেশের এমন কোন স্থান নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
প্রতিমন্ত্রী আজ চরকাউয়া জুমিনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ভাতাভোগীদের সাথে মতবিনিময় ও
বিভিন্ন উন্নয়ন প্রকল্প এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে সরকার আবার ক্ষমতায় আসলে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সকল কার্যক্রম এগিয়ে নেবে। তিনি আরও বলেন, চরকাউয়া ইউনিয়নে নয় হাজার ২৫জন বিভিন্ন ধরণের ভাতাভোগী রয়েছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে ভাতাভোগীর সংখ্যা বাড়বে।
তার সাথে ভাতার পরিমানও বাড়বে। সদর উপজেলানির্বাহী অফিসার মনিরুজ্জামান এর সভাপতিত্বে এসময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-ভাপতি এ্যাড. আফজালুল করিম, সহ-সভাপতি এ্যাড. কে বি এস আহম্মেদ কবির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু বক্তৃতা করেন।
এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদসহ উনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সব শেষে তিনি রাস্তা, ভবন ও কমিউনিটি ক্লিনিকের সংস্কারসহ চারটি প্রকল্প কাজের উদ্বোধন করেন।

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা