শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৬
শিরোনাম :
নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত

জন্মহার নিয়ন্ত্রণে রাখতে হবে – বরিশাল বিভাগীয় কমিশনার

বিজলী ডেস্ক:
বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেছেন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। আয়তনের তুলনায় আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি। জন্মহার নিয়ন্ত্রণ করতে না পরলে আমাদের সকল উন্নয়ন বিফলে যাবে।

তিনি আজ সকালে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত জেলা প্রশাসকের সভাকক্ষে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথ বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার পরিকল্পনা বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পরিকল্পনাকে কার্যকরী ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। সে কারণেই এখন সাধারণ মানুষকে ডায়রিয়া হলে বলতে হয় না স্যালাইন তৈরি করে খাওয়াতে হবে। পরিবার পরিকল্পনাসহ নানা ধরণের সচেতনতামূলক তথ্য-সেবা এখন সাধারণ মানুষ জানে। এটা পরিবার পরিকল্পনা বিভাগের বড় অর্জন।

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে এ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ নিয়াজুর রহমান শুভেচ্ছা বক্তৃতা করেন। জেলা প্রশাসক শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এসময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার কাজী মোঃ সোয়াইব হোসেন ও সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসানসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় বাংলাদেশের জনসংখ্যার ১৯ দশমিক ছয় শতাংশই ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরী। এদের মধ্যে ১৮ বছরের আগে কন্যা সন্তানের বিয়ে বেশি হয় এমন ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। আমাদের দেশে ১৮ বছরের আগে ৫০ শতাংশ ও ১৬ বছরের আগে ২৭ শতাংশ কন্যাসন্তানের বিয়ে হচ্ছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা