বিশেষ প্রতিনিধি (বরিশাল)::
বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত এসকল কর্মসূচির মধ্যে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে (২০ ফেব্রুয়ারি দিবাগত রাত) কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ঐ দিন ভোর হতে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে। সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
১৯ হতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর বঙ্গবন্ধু উদ্যান, চৌমাথা, বিবির পুকুরপাড়, লঞ্চঘাট ও নথুল্লাবাদে ভাষা আন্দোলন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।