ঝালকাঠির রাজাপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব মেনে উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক জননেতা মনিরউজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার রাজাপুরে ২৮ জন অসহায়-দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তায় চেক তুলে দেন এবং আগামী কাল কাঠালিয়ায় ৯ জনের হাতে চেক তুলে দিবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি এ্যাড.এএইচএম খাইরুল আলম সরফরাজ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন,সাংগঠনিক সম্পাদক তালুকদার শফিকুল ইসলাম ডেজলিং,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা,শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো.জামাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল স্বৃতি সংসদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ। চেক বিতরণ কালে মনিরউজ্জামান মনি বলেন, মাননীয় জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে আমি রাজাপুর ও কাঠারিয়ার অসহায় দুঃস্থদের মাঝে চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে অর্থিক অনুদানের চেক বিতরণ করে যাচ্ছি।আমি চেষ্টা করি যাতে এই দুই উপজেলায় কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। এই করোনা মহামারীর মাঝে অনেকেই আর্থিক সমস্যায় ভুগতেছে তাই তাদের কথা চিন্তা করে আজকের চেক বিতরণ।