বিজলী ডেক্স:
পটুয়াখালী জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স(পুরুষ) সহ পটুয়াখালীতে আজ নতুন ৫ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
এ নিয়ে পটুয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭২ জনে দাঁড়ালো।
পটুয়াখালীর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,নতুন আক্রান্তের মধ্যে পটুয়াখালী জেনারেল হাসপাতালের ৪৬ বৎসর বয়স্ক একজন সিনিয়র স্টাফ নার্স(পুরুষ),শহরের হাসপাতাল রোডের ২৪ বৎসর বয়স্ক এক যুবক,পুরাতন হাসপাতাল রোডের ৩৫ বৎসর বয়স্ক একজন,শহরের নদীর অপর পাড়ে খলিসাখালী এলাকার ৩০ ,এবং ৩২ বৎসর বয়স্ক দুই যুবক নতুন করে আক্রান্ত হয়েছেন।