মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলা জাতীয় পার্টির উদ্যেগে জাতির পিতার বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্র্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া মুনাজাত অুনষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, সহ সভাপতি এ্যাড টিপু, মাহমুদ খান, উপজেলা যুব সংহতির সভাপতি আলাউদ্দিন , সম্পাদক হালিম হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আছাদুজ্জামান বাবু, পৌরসভা যুব সংহতির সভাপতি আলী আজম স্বপন, নাজিরপুর ইউনিয়নের জাতীয় পাটির আহবায়ক হাবিবুল্লাহ এনামুল ভুইয়া, মুলাদী সদর জাতীয় আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল তালুকদার, সহ সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদক বৃন্দ। পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি মোবারক হাওলাদার, ও উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এসময় সভাপতি বক্তব্যে বলেন ১৫ আগষ্ট শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধুর খুনীদের বিদেশ থেকে এনে বিচার করতে হবে। এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন দোয়া মুনাজাত অনুষ্টি হয়েছে।