বিজলী ডেক্সঃ
দেশজুড়ে আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ একে এম নাজমুল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।