অনলাইন ডেক্সঃ
নমুনা পরীক্ষার সংখ্যা হ্রাসের ফলে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে মৃত্যুর মিছিলে ফিরল বরিশাল মহানগরী। নগরীর কাশীপুর এলাকার ৫৮ বছর বয়স্ক এক ব্যক্তি শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করায় দক্ষিণাঞ্চলে ‘কোভিড-১৯’ আক্রান্ত ১৭০ জনের মৃত্যু হল। এ অঞ্চলে মৃত্যু হার এখনো জাতীয় হারের অনেক ওপরে, ২.০৭ %। যার মধ্যে বরিশাল জেলার সংখ্যাটা সর্বাধিক, ৬৮ জন। এর মধ্যে মহানগরীতেই মারা গেছেন অন্তত ৫০ জন।
বুধবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মাত্র ১৬৯ জনের নমুনা পরিক্ষায় ৪ জেলায় নতুন করে আরো ১৯ জন করোনা সংক্রমণের ফলে এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ২০৪ জনে। আগের ২৪ ঘন্টয় এ অঞ্চলে ২৪৮ জনের নমুনা পরিক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৩০। গত ২৪ ঘন্টায় বরগুনা ও ঝালকাঠীতে নতুন কেউ করোনা সংক্রমিত হয়নি। বরিশাল, ভোলা ও পিরোজপুরে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা হ্রাস পেলেও পটুয়াখালীতে একজন বেড়েছে। আর অনুমিত হিসেবনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন ৭৮ জন সহ এ অঞ্চলে সর্বমোট ৭ হাজার ২০১ জন সুস্থ হয়ে উঠেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। সুস্থতার সর্বশেষ হার ৮৭.৭৭ %।
বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মাত্র ১২৮ জনের নমুনা পরিক্ষায় ১৭ জনের এবং ভোলা জেলা হাসপাতালের ল্যাবে আরো ৪১ জনের নমুনা পরিক্ষায় একজনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সর্বশেষ হিসেবনুযায়ী দক্ষিণাঞ্চলে সনাক্তের হার ১৭.৫৪ %।
বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ১৯ জনের মধ্যে বরিশাল জেলার সংখ্যাই ১০। তবে এর আগের ২৪ ঘন্টায় এ জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ১৪। জেলাটিতে বুধবার পর্যন্ত ৩,৪২৯ জন আক্রান্তের মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। পটুয়খালীতে আগের দিন ৬ জনের স্থলে বুধাবার ৭ জন আক্রান্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১,৪০৩ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৩৭ জন। ভোলাতে আগের দিনের ৩ জনের স্থলে বুধবার সংখ্যাটা ১ জনে হ্রাস পেয়েছে। সর্বশেষ হিসেবনুযায়ী এ দ্বীপ জেলাতে ৭১৮ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৬ জন। পিরোজপুরেও আগের দিন ৪ জনের স্থলে গত ২৪ ঘন্টায় একজনের আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আর বরগুনা ও ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় নতুন কোন আক্রান্তের খবর দেয়নি স্বাস্থ্য বিভাগ। তবে এসময়ে জেলা দুটিতে নতুনকরে ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এ পর্যন্ত বরগুনাতে ৯০৪ জন অক্রান্তের মধ্যে ২০ জন ও ঝালকাঠীতে ৬৯০ জন আক্রান্তের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ওয়ার্ডে বুধবার সকালে ১৭ জন ও আইসোলেশনে আরো ৩০ জন চিকিৎসাধীন ছিলেন। যা অগের দিনের একই সময়ের তুলনায় যথাক্রমে ৭ ও দুজন বেশী। তবে হাসপাতালটির আইসিইউ’তে আগের দিনে চেয়ে একজন হ্রাস পেয়ে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।