মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী তে টি সি বি পন্য বিক্রযের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। গতকাল বেলা ১১ টায় মুলাদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সয়াবিন তেল, পিয়াজ, মুসরী ডাল, চিনি নহ অন্যান্য সামগ্রী কম মূল্যে বিতরন করা হয়েছে। সয়াবিন তেল ৮০ টাকা কেজি, পিয়াজ ৩০ টাকা, মুসরী ডাল ৫০ টাকা চিনি ৫০ টাকা মূল্যে বিক্রয় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান, মুলাদী সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শাহিন সরদার, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সাংবাদিক রেজা হাওলাদার, আমিনুল ইসলাম প্রমুখ। এসময় সকলের মাঝে খাদ্য সামগ্রী ন্যায মূল্যে টিসিবি পন্য বিক্রয় করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন সরকার মহামারী করোনা সময় উপজেলা সকল ইউনিয়নের মধ্যে সরকারী ত্রান বিকরন করেছেন, টিসিবি পন্য সামগ্রী বানিয্য মন্ত্রণালয়ের অধীনে ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌছে দিছেছেন। আপনারা সকলেই সামাজিক দরুত্ব বজায় রেখে টিসিবি’র পন্য ক্রয় করুন।