স্টাফ রিপোর্টার::
বরিশাল- মুলাদী পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকউজ্জামান রুবেল গত ৯ ডিসেম্বর বুধবার দুপুর আনুমানিক দেড়টার সময় বরিশাল থেকে প্রকাশিত “দৈনিক আজকের বরিশাল” এর মুলাদী উপজেলা প্রতিনিধি রেজা হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে ২০/২৫ নেতাকর্মীর উপস্থিতিতে রাস্তার উপর অকথ্য গালিগালাজ ও লাঞ্চিত করে এবং প্রাণনাশের হুমকি সহ মামলার ভয়ভীতি দেখান পৌর মেয়র। এ ঘটনার প্রবিাদ ও বিচারের দাবীতে ১৪ ডিসেম্বর, বেলা ১২ টার সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদের ভাইস চেয়ারম্যার সাজ্জাদ হোসেন সুমন এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানবন্ধনে সাজ্জাদ হোসেন সুমনসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মুলাদীতে সাংবাদিক রেজাকে মামলা-হামলা প্রাণনাশের হুমকীর কথা উল্যেখ করে পৌর মেয়রের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন। মানববন্ধনে সাংবাদিকবৃন্দ বিচারের দাবী ও তিব্র নিন্দা জানান।