বরিশাল প্রতিনিধি (পারভেজ):
বরিশালে সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি এর বিশেষ সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সি এন্ড বি ১নং পুল সংলগ্ন রানার্স মোটরস এর উত্তর পাশে সম্মেলন কক্ষে দেশের তৃনমূল সাংবাদিকদের প্রানের সংগঠন এসএসপির বরিশাল জেলা সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রলয় চিসিম অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপ পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার,প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আফজালুল করিম।অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন এসএসপির কেন্দ্রিয় সভাপতি শামসুল আলম নিক্সন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার সম্পাদক এস এম ইকবাল।প্রধান আলোচক ছিলেন এসএসপির কেন্দ্রিয় সাধারন সম্পাদক জালাল উদ্দিন জুয়েল। এছাড়া উক্ত সম্মেলনে উপস্হিত ছিলেন এসএসপির কেন্দ্রীয় এবং জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।সম্মেলনে সকলের উপস্হিতে একটি মিলন মেলাতে পরিনত হয়।অনুষ্ঠানে বক্তারা সমাজে সাংবাদিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের দুঃখ কস্টো সরেজমিনে ফুটিয়ে তোলেন বক্তব্যর মাধ্যমে।কেন্দ্রীয় সভাপতির কাছে তৃনমূল সাংবাদিকদের জন্য বীমা ও আইনি সুবিধার দাবি জানানো হয়।