মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৭
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী: শহীদদের স্মরণসভায় মির্জা ফখরুল আজ (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কমতে পারে বৃষ্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫- আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস কক্সবাজারে নারীদের হেনস্তা করা ফারুকুলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই; ইসলামী ছাত্রশিবির বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস- এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকা নাশকতা ও সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ; উৎপাদনে ফিরেছে আশুলিয়ার পোশাক কারখানা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চান না আইভী; বিশেষ প্রতিবেদন এবার ড. মুহাম্মদ ইউনূস সচিবদের বেশকিছু নির্দেশনা দিলেন বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনাহবে- তা দ্রুতেই দৃশ্যমান হবে : ড. সালেহউদ্দিন আহমেদ ফাতিমা তাসনিম আমার বোন নয়, গণঅধিকার পরিষদের নেত্রী ; উপদেষ্টা নাহিদ

বরিশালে সেইভ আওয়ার ওমেন (SOW) এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

বরিশাল প্রতিনিধি (পারভেজ) ঃ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। save our women Bangladesh (SOW) এর উদ্যোগে শীতার্ত ও গরীব অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। ২৭ ডিসেম্বর রবিবার বেলা ১০ ঘটিকায় বরিশালের পলাশপুর এতিমখানায় ও নগরীর বিভিন্নস্থানে টিম লিডার সাজিয়া আফরিন ও কো- ফাউন্ডার বরিশাল রুকাইয়া বিনতে নাসির এর উপস্থিতিতে এতিমখানা ও সুবিধা বঞ্চিত শীতার্ত ওগরীব অসহাদের মাঝে শীত বস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ করেন দায়িত্বপ্রাপ্ত ভলান্টিয়ার। শীতবস্ত্র পেয়ে শিশুরা অনেক আনন্দিত তাদের হাসি ছিল দেখার মতো! এবং তারা বলেন আজকে রাতে আমরা ভালোভাবে ঘুমাতে পারবো। এ সময় উপস্থিত শিক্ষক ও ছাত্র রা সংগঠনের সবার জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন। প্রমুখ।উক্ত শীত বস্ত্র বিতরন অনুস্ঠানে প্রায় শতাধিক শীতার্ত ও গরীব অসহাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা