নিজস্ব প্রতিবেদক::
দিনভর শান্তিপূর্ণ নির্বাচন হলেও সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে উঠে গাইবান্ধা পৌরসভা নির্বাচনী এলাকা। নির্বাচনের ফলাফল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনার পর এ ঘটনা ঘটে। এসময় র্যাব ও পুলিশের ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় আরও একটি গাড়ি।
পুলিশ জানায়, নির্বাচিত হতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় স্বতন্ত্রপ্রার্থী আনোয়ারুল সরোয়ার শাহিদের সমর্থকরা। চলে দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ওই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।